রিয়াদে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির ১৪তম বর্ষপূর্তি উদযাপন

প্রতিবছরের মতো এবারও ব্যাপক আয়োজনে সৌদি আরবের রিয়াদে এনটিভির ১৪তম বর্ষপূর্তি ও ১৫ বছরে পদার্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনটিভির সৌদি আরব ব্যুরো আয়োজিত আনন্দ ও উৎসবে ‘প্রিয় এনটিভি’ নামে এ আয়োজনে স্লোগান ছিল, ‘সত্যের সপক্ষে আমরা নির্ভীক, দেশপ্রেমের আদর্শে আমরা বলীয়ান।’
গত বৃহস্পতিবার রিয়াদের আল মারওয়া কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সমবেত কণ্ঠে পরিবেশন করা হয় জাতীয় সংগীত। প্রবাসী এনটিভি সাংস্কৃতিক ফোরামের শিল্পীরা গেয়ে ওঠেন ‘শুভ জন্মদিন প্রিয় এনটিভি’ গান। এরপর প্রবাসী কবি, লেখক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও প্রবাসী গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে ১৫ কেজি ওজনের বিশাল আকারের কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সূচনা করা হয়।
এর পর পরই এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর পক্ষ থেকে উপস্থিত সব প্রবাসীর হাতে এনটিভির লোগোযুক্ত মগ, ক্যাপ ও টি-শার্ট তুলে দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানের স্পন্সর সিআরবি বাংলাদেশি পলিক্লিনিকের পক্ষ থেকে প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রবাসের বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ নূর সব অতিথির হাতে একটি করে সিআরবি পলিক্লিনিকের মনোগ্রামযুক্ত কলম উপহার দেন।
এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেন এনটিভি সাংস্কৃতিক ফোরামের সভাপতি খোরশিদা সুলতানা কাকন। দেশ ও জাতির প্রয়োজনে এনটিভি এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে—এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এনটিভির জন্য শুভকামনা করে বক্তব্য দেন প্রবাসী সমাজের বিশিষ্টজনদের মধ্যে বশির আহমেদ নূর, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ রুহুল আমিন বাবুল, রিয়াদ বাংলাদেশ বিদ্যালয় ও মহা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছারওয়ার জামান, কারী আবদুল হাকিম, এম আর মাহাবুব, শাহাবুদ্দীন ফরায়েজি, যুবনেতা আবদুল জলিল, রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের নির্বাচিত পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আমিন, রিয়াদে বাংলাদেশি পণ্য আমদানিকারক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কাপ্তান হোসেন, আওয়ামী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল গফুর, সামাজিক সংগঠক ইকবাল হোসেন, বরেণ্য সমাজসেবক আহসানুল হক কবির, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি আলহাজ সাদেক হোসেন, প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা তাজুল ইসলাম গাজী, সাংস্কৃতিক সংগঠক আবদুল ওয়াহিদুল খান বকুল, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন মাস্টার, সিলেট কমিউনিটি ব্যক্তিত্ব মো. আলী, সিআরবি বাংলাদেশি পলিক্লিনিকের পারসোনাল ম্যানেজার বেলাল হোসেন বাহার, ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ নিয়াজ, জাকের পার্টির সভাপতি তাওলাদ হোসেন, সৌদি আরব যুবদলের সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী, দাম্মাম প্রদেশ চট্টগ্রাম বিএনপির সভাপতি নিয়ামত উল্লাহ, অনলাইন সংগঠক মাহফুজ পাটওয়ারী, মাজহারুল হক মিটন, প্রবাসী মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে মাই টিভির সৌদি আরব ব্যুরোপ্রধান আবদুল হালিম নিহন, দীপ্ত টিভির সৌদি আরব ব্যুরোপ্রধান মোর্শেদ আলম, পথিক টিভির ব্যুরোপ্রধান ফকির আল-আমিন, জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জ্যাব) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা।
অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এনটিভিকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এনটিভিকে নিয়ে কুইজ পর্বের অনুষ্ঠানে ছিল অসাধারণ যা দর্শক-শ্রোতারা বেশ প্রশংসা করেন।
এনটিভি নিয়ে সর্ব কাজীর কৌতুক সংবাদ পাঠ ও এনটিভি নাটিকা ছিল এ যাবৎকালে প্রবাসের সবচেয়ে প্রাণবন্ত অনুষ্ঠান। এটির নির্মাতা ছিলেন মো. মঞ্জুর আল ইসলাম। নাচ, গান, কবিতা, দেশাত্মবোধক গান কোনোটাই বাদ ছিল না প্রবাসের এ বিশাল আয়োজনে।
এনটিভির প্রবাসী শিল্পী মামিতা, সুমাইয়া, আসমা, রুসমিতা সাজ্জাদ, মাহিন, মারুফ, সাজির, ওসামিরদের পরিবেশনা ছিল ভীষণ প্রাণবন্ত। গভীর রাত পর্যন্ত চলে এ আয়োজন। দর্শকরা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে এনটিভি সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে প্রতি মাসে প্রবাস বিনোদন নামের একটি অনুষ্ঠান চালুর ঘোষণা দেয়।
পুরো অনুষ্ঠানজুড়ে প্রবাসীদের বিশেষ ফ্রি চিকিৎসাসেবা দেয় অনুষ্ঠানের স্পন্সর প্রতিষ্ঠান সিআরবি বাংলাদেশি পলিক্লিনিকের একদল চিকিৎসক ও নার্স। এতে আগত বিপুলসংখ্যক প্রবাসী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করে এনটিভির সৌদি আরব ব্যুরোপ্রধান বলেন, ‘দল-মত নির্বিশেষে প্রবাসী সমাজের সব ধরনের মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল করতে পেরে আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি আগামীতেও আপনারা সবাই এভাবে এনটিভির পাশে থাকবেন।’