মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল বাংলাদেশির

মালয়েশিয়ার বাতু-২ এলাকায় অগ্নিকাণ্ডে প্রবাসী এক বাংলাদেশি মারা গেছেন। গতকাল বুধবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে তাফাহ বাইদোর সড়কের বাতু-২ এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ওই বাংলাদেশি নিহত হন।
দেশটির ফায়ার সার্ভিসের এক মুখপাত্র বলেন, অগ্নিনির্বাপণ অভিযানের সময় ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়েছিল।
ফায়ার সার্ভিসের প্রধান রিদুয়ান বাহিদা বাহারুদ্দিন দেশটির জাতীয় দৈনিক দ্য স্টারকে বলেন, অগ্নিকাণ্ডে ধ্বংসাবশেষের মধ্যে থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাতু-২ এলাকার ‘কনসি হাউস’ নামের একটি বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়িটির ৭৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই শীর্ষ কর্মকর্তা।