রিয়াদ স্বেচ্ছাসেবক লীগের জাতীয় শোক দিবস পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রিয়াদ মহানগর।
গত ১৫ আগস্ট সৌদি আরবের রিয়াদের বসবাসরত প্রবাসী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এক শোকসভার আয়োজন করেন। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
সভায় বক্তারা বলেন, ষড়যন্ত্র থেমে নেই, এখনো ষড়যন্ত্রকারীরা নানা নামে, ছদ্মবেশে শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করে যাচ্ছে। মুজিব সৈনিকরা অতন্দ্রপ্রহরীর মতো কাজ করছে। সুতরাং জীবন দিয়ে হলেও সব ষড়যন্ত্র আমরা মোকাবিলা করব।
সংগঠনের সভাপতি মুহাম্মদ ইউসুফ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফারুখ হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন রিয়াদ মহানগর আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম আর মাহাবুব, বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি গাজী সাঈদ, রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি এম এ জলিল, আওয়ামী পরিষদ নেতা আলীনূর ইসলাম রনি, জাতীয় শ্রমিক লীগ রিয়াদ মহানগরের সভাপতি সোলাইমান বাদশা, সহসভাপতি রেজানুল করিম নান্না, সাধারণ সম্পাদক বাবুল দাশ।
আলোচনায় আরো অংশ নেন রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মুনিরুল ইসলাম, দেওয়ান ইউসুফ, শহিদুল্লাহ জিন্নাহ, ফয়েজ উদ্দীন লাভলু, মাজহারুল ইসলাম পলাশ, আব্দুল হালিম মাতব্বর, মহিউদ্দীন ইসলাম, বাদল মোল্লা, বখতিয়ার মোহাম্মদ, আব্দুল আজীজ লিটন, জয়নাল আবেদীন, সাইফুল্লাহ নাহিদ শাহ, সুমন আহমেদ খান, তোফায়েল আহমেদ, শরিফুল ইসলাম রানা, সুমন পাটোয়ারী, মার্শাল টিটু, আসাদ, দুলাল খান, আশরাফ জিতু, শাহজাহান হিরু, রুবেল পাটোয়ারী, শিপন ফয়জুল, লিটন সর্দার, আবুল কালাম দেওয়ান, কাউছার খান, কাশেম প্রধান, বাবুল হোসেন, সাহাবুদ্দীন ফকির, মতিউর রহমান রাজীব, মোহাম্মদ শফিক, আব্দুল আজীজ, মোস্তফা কামাল প্রমুখ।