অস্ট্রেলিয়ায় মিলল বাংলাদেশি ছাত্রের ঝুলন্ত লাশ

অস্ট্রেলিয়ার সিডনি শহর থেকে মুহাম্মদ কিবরিয়া নামের একজন প্রবাসী বাংলাদেশি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে সিডনির রকডেল এলাকায় নিজ বাসা থেকে কিবরিয়ার লাশ উদ্ধার করা হয়। ওই বাংলাদেশি ছাত্রের বাড়ি চাঁদপুর জেলায় বলে জানিয়েছেন তাঁর বন্ধু রিজওয়ান আতিক।
কিবরিয়ার লাশ ময়নাতদন্তের জন্য অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের তত্ত্বাবধায়নে রয়েছে।
এদিকে উদ্ধারের পর ওই বাংলাদেশির লাশ বাংলাদেশে পাঠাতে নিজেদের অপরাগতার কথা জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
এ বিষয়ে সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের সভাপতি ড. এনামুল হক জানান, শনিবার দুপুরে বাংলাদেশের হাইকমিশনার ইমতিয়াজ হোসেনকে কিবরিয়ার লাশ সরকারি খরচে দেশে পাঠাতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।
এনামুল হক আরো বলেন, হাইকমিশনার ইমতিয়াজ হোসেন লাশ বাংলাদেশে পাঠানোর বিষোয়ে কোন সহায়তা করতে অপারগতা প্রকাশ করেন। কিবরিয়া প্রবাসী বাংলাদেশিদের ওয়েজ আরনার্স ওয়েলফেয়ার বোর্ডের সদস্য না হওয়ায় তাঁকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে কোনো সহায়তা প্রদানের এখতিয়ার নেই বলে জানান ইমতিয়াজ।
এদিকে হাইকমিশনারের এই সিদ্ধানে সিডনিতে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাঁরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।