রিয়াদে যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সৌদি আরবের রিয়াদে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে যুবলীগ। গত বৃহস্পতিবার এই অনুষ্ঠান হয়।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি এম জলিল রাজা। সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর মাসুদ। সভায় প্রধান অতিথি ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী পরিষদের সভাপতি মোহাম্মদ আলী নূর। প্রধান বক্তা ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক এম আর মাহাবুব।
সভায় উপস্থিত নেতারা বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে জাতিকে নিয়ে ধ্বংসের যে খেলা শুরু করেছিল ঘাতকরা, তা সফল হয়নি। জাতি শোককে শক্তিতে পরিণত করেছে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। প্রবাসের বঙ্গবন্ধুর সৈনিকদের ঐকবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউসুফ খান, রিয়াদ কেন্দ্রীয় যুবলীগ, বঙ্গ পরিষদ ও বঙ্গ ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ও কর্মজীবী লীগের নেতারা। রিয়াদের বিভিন্ন স্থান থেকে আওয়ামী পরিবারের শতাধিক নেতাকর্মী এই সভায় অংশ নেন।