কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের মেয়াদ বাড়ল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2018/05/31/photo-1527776528.jpg)
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের মেয়াদ দুই বছর বাড়ানোয় তাঁকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি। ছবি : এনটিভি
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের মেয়াদ দুই বছর বাড়িয়েছে সরকার। এই ঘোষণার পর রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি কুয়েত।
বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি ও কুয়েত আওয়ামী লীগের আহ্বায়ক কাজী শহীদুল ইসলাম পাপুল বলেন, রাষ্ট্রদূতের মেয়াদে বৃদ্ধি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ী এস এম আবুল কালাম ২০১৬ সালের ১৩ এপ্রিল কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। সরকার পুনরায় দুই বছর তাঁর মেয়াদ বাড়িয়েছে।
মেয়াদ বাড়ানোর পর কমিউনিটির নেতৃবৃন্দের ফুলেল তোড়ায় ছেয়ে গেছে দূতাবাসের হলরুম। কুয়েতে বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন থেকেও রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানানো হয়।