প্রবাসের পত্র
অভিজিৎ হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে র্যালি
যুক্তরাষ্ট্রের নাগরিক বাংলাদেশি লেখক অভিজিৎ রায়কে হত্যার প্রতিবাদে গত শনিবার, ২১ মার্চ, এক র্যালি হয়েছে ওয়াশিংটনের ডুপন্ট সার্কেলে। মানবাধিকার বিষয়ক আইনজীবী এবং বিভিন্ন দলের নেতারাসহ প্রায় ১০০ বাঙালি এই র্যালিতে অংশ নেন। এই র্যালির শিরোনাম ছিল ‘অভিজিতের পাশে’। ২৬ ফেব্রুয়ারি ঢাকায় ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় আততায়ীর হাতে নির্মমভাবে প্রাণ হারান। এই হত্যার দ্রুত বিচার চান র্যালিতে অংশগ্রহণকারীরা।
র্যালিটির আয়োজন করে ‘দৃষ্টিপাত ডিসি’ নামের স্থানীয় একটি বাংলাদেশি ধর্মনিরপেক্ষ সংগঠন। ‘আমরা অভিজিৎ ও বন্যার পাশে দাঁড়াতে একত্রিত হয়েছি। আমরা একটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ দেখতে চাই- যেখানে বিভিন্ন চিন্তাধারাকে মুক্ত এবং সহনশীল দৃষ্টিভঙ্গিতে দেখা হবে’- এভাবেই বিবৃতি দিয়েছে সংগঠনটি।
অভিজিৎ রায়ের ওপর হামলার সময় তাঁর স্ত্রী বন্যা আহমেদও গুরুতরভাবে আহত হন। এই ঘটনায় বিশ্বজুড়ে বিভিন্ন ধর্মীয়, ধর্মনিরপেক্ষ এবং মানবাধিকার সংস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সরকারও তীব্র নিন্দা জানিয়েছে।
র্যালির বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল নীরবতা পালন, শোকবার্তা পাঠ, গান পরিবেশন, অভিজিতের বন্ধুদের শ্রদ্ধা এবং নিহত অভিজিৎ রায়ের স্ত্রী বন্যা আহমেদের বিবৃতি পাঠ। আয়োজকরা তাঁদের কর্মসূচিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন। একইসঙ্গে তাঁরা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সরকারের প্রতি অভিজিৎ হত্যাকাণ্ডের বিচার, ধর্মনিরপেক্ষ লেখকদের নিরাপত্তা এবং মুক্তচিন্তার স্বাধীনতা দেওয়ার জন্য আহ্বান জানান।