সৌদি আরবের ফাস্ট ফুড মিলবে বাংলাদেশে

সৌদি আরবের ফাস্ট ফুড বিক্রেতা প্রতিষ্ঠান ‘হারফি ফুড সার্ভিসের’ সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশের গ্রিনল্যান্ড গ্রুপ। এই চুক্তির ফলে বাংলাদেশে হারফি ফুড সার্ভিসের ১০টি শাখা (ফ্রাঞ্চাইজি) স্থাপন করবে গ্রিনল্যান্ড। বাংলাদেশে মিলবে হারফির খাদ্যদ্রব্য।
সম্প্রতি রিয়াদে হারফি ফুড সার্ভিসের প্রধান কার্যালয়ে কোম্পানির প্রতিষ্ঠাতা শেখ আহমাদ আল সাইদ ও গ্রিনল্যান্ড গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল হাই চুক্তিপত্রে সই করেন।
এ সময় রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্, গ্রিনল্যান্ড গ্রুপের ভাইস চেয়ারম্যান আয়াজ খান, নির্বাহী পরিচালক আবদুল গনি মাহফুজুর রহমান মানু, ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, পরিচালক মোহাম্মদ মিশাল, ইমতিয়াজ ফয়সাল, খালিদ আয়াজ খানসহ হারফি ফুড সার্ভিস কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৮১ সালে প্রতিষ্ঠিত হারফি ফুড সার্ভিস কোম্পানির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে রয়েছেন সৌদি যুবরাজ প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল আল সৌদ। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন, দুবাই ও কুয়েতে ২১২টি শাখা রয়েছে হারফি ফুড সার্ভিসের। নতুন করে বাংলাদেশের গ্রিনল্যান্ড গ্রুপের সঙ্গে ১০টি নতুন শাখা করার জন্য চুক্তিবদ্ধ হলো সৌদি আরবের ফাস্টফুডের জন্য সর্ববৃহৎ জনপ্রিয় এ কোম্পানি।