মক্কায় রামু উপজেলা বিএনপির ইফতার মাহফিল

কক্সবাজার রামু উপজেলা বিএনপির উদ্যোগে মক্কায় স্থানীয় একটি হোটেলে সৌদি আরবপ্রবাসীদের ইফতার ও দোয়া মাহফিলের চিত্র। ছবি : এনটিভি
মক্কায় স্থানীয় একটি হোটেলে সৌদি আরবপ্রবাসী কক্সবাজারের রামু উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মো. আইয়ুবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. হানিফ হেলালীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট কক্সবাজার জেলার সভাপতি হাফেজ সালামত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুল আলম আজাদ, আবদুস শুক্কুর, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং যুগ্ম সদস্য সচিব মো. ফরিদুল আলম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নুরুল ইসলাম, নুরুল হক, ওবায়দুল হক প্রমুখ। পরে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ এই ইফতার মাহফিলে মক্কার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।