রিয়াদে বিএনপির ইফতার মাহফিল

সৌদি আরবের রিয়াদে গতকাল অনুষ্ঠিত বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে দলটির নেতাকর্মীরা। ছবি : এনটিভি
সৌদি আরবের রিয়াদে আরগা উপশহরে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আরগা উপশহর বিএনপির সভাপতি শাহজাহান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহ মোহাম্মদ শাওন, প্রধান বক্তা ছিলেন হাজি মোহাম্মদ আলাউদ্দিন।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আবদুল হাই, এমদাদুল হক, মিজানুর রহমান, আবদুল আজিজ প্রমুখ।
এ সময় রিয়াদ আরগা উপশহর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ জিয়া পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।