রিয়াদে মুন্সীগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের ইফতার

রিয়াদের হারা প্যারাডাইস হোটেলে প্রবাসী মুন্সীগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল। ছবি : এনটিভি
সৌদি আরবের রিয়াদে প্রবাসী মুন্সীগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হারা প্যারাডাইস হোটেলে এর আয়োজন করা হয়।
মুন্সীগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের ইফতার-পূর্ব আলোচনায় বক্তারা মুন্সীগঞ্জ ও বিক্রমপুরের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি মনির হোসেন বেপারীর সভাপতিত্বে বাবুল মৃধা ও রাজু আহমেদের যৌথ সঞ্চলনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা ইব্রাহিম শিকদার, সাইফুল ইসলাম সুজন, আবদুল হালিম টিপু, কুদ্দুছ শিকদার, উজ্জ্বল বেপারী, কবি শাহিনুর প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন রাজনীতিবিদ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।