রিয়াদে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্যাডোর ইফতার

সৌদি আরবের রিয়াদে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্যাডোর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের এক হোটেলে এর আয়োজন করা হয়।
দুই পর্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতারের প্রথমে রোজার তাৎপর্য ও ফজিলতের ওপর আলোচনা করেন প্রবাসী ইসলামী চিন্তাবিদরা। পরে দূতাবাসের কর্মকর্তা, প্রবাসী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামাজিক সংগঠনের নেতাকর্মী, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ইফতার করেন শ্যাডোর পরিচালক ও উপদেষ্টারা।
ইফতার ও মাগরিবের নামাজ শেষে আলোচনা করেন দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর আবুল হাসান ও শ্রম সচিব ছরওয়ার আলম, বিশেষ অতিথি রাজনীতিবিদ মিজানুর রহমান কমল, আ. জলিল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুসা বাবুসহ প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের অতিথিরা প্রবাসে দেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরার জন্য শ্যাডোর প্রশংসা করেন। আর শ্যাডোর নিয়মিত মিডিয়া পাটনার এনটিভির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সংগঠনের নেতারা।