তারেক রহমানের সাজার বিরুদ্ধে রিয়াদে প্রতিবাদ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া সাজার বিরুদ্ধে সৌদি আরবের রিয়াদে প্রতিবাদ সভা হয়েছে। সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির অন্তর্ভুক্ত রিয়াদ মহানগর কমিটির উদ্যোগে গত বৃহস্পতিবার ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা তারেক রহমানকে দেওয়া সাজাকে গণতন্ত্র ও আইনের শাসনের বিরুদ্ধে চক্রান্ত বলে অবহিত করেন। তাঁরা অবিলম্বে তারেক রহমানের সাজার রায় বাতিলের দাবি জানান।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রিয়াদ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান এমরান। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. কবির হোসেন। প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান কমল, সিনিয়র যুগ্ম সম্পাদক মনির হোসেন বেপারী।
রিয়াদ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম ফকির, সিনিয়র যুগ্ম সম্পাদক মহিউদ্দিন জামাল, রিয়াদ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন খান, পূর্বাঞ্চল বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, বিপ্লব হোসেন আযাদসহ মহানগর বিএনপির অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।