শিখা প্রজ্বালন করে সৌদি আরবে শোকাবহ আগস্টের কর্মসূচি শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের দেশ হিসেবে সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে সৌদি আরবের বঙ্গবন্ধু ফাউন্ডেশন। সৌদি আরবের রাজধানী রিয়াদে শিখা প্রজ্বালনের মধ্য দিয়ে শোকাবহ আগস্ট মাসের কর্মসূচি শুরু হয়েছে।
সৌদি আরব কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার কাজী মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডাক্তার নিয়াজ মোহাম্মদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি কৃষিবিদ শামিম আবেদিন, মাহমুদ হাসান, ডাক্তার সামির দত্ত, শাহরিয়ার মাহবুব, ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার আবদুস সবুর খান, মোশারফ হোসেন, ডা. সারোয়ার জাহান সাচ্চু, মো. নাজিম উদ্দিন নাজিম, রহমান কুদ্দুস, মো. সালাউদ্দিনসহ ফাউন্ডেশনের বিপুল সংখ্যক কর্মী।