বিশ্বমানের চিকিৎসা সেবা দিচ্ছে মালয়েশিয়া

বিশ্বমানের চিকিৎসাসেবা দিচ্ছে বর্তমানে দক্ষিণ পূর্ব-এশিয়ার দেশ মালয়েশিয়া। চমৎকার স্বাস্থ্যকর আবহাওয়া দেশটিকে দিয়েছে হেলথ ট্যুরিজমের আবহ। শুধু চিকিৎসাসেবা নয়, এর সঙ্গে মালয়েশিয়াকে ঘুরে দেখার সুযোগও দিচ্ছে হেলথ ট্যুরিজম। দুনিয়াজোড়া হৃদরোগীদের এখন আস্থার নাম মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতাল। জটিল জটিল হৃদরোগীদের সুস্থ করে দিয়ে বেশ নাম কুঁড়িয়েছে এ হাসপাতাল। সবচেয়ে আধুনিক সরঞ্জামাদি আর প্রশিক্ষিত চিকিৎসকদের নিয়ে সেবা দিয়ে আসছে হাসপাতালটি।
অপর দিকে হার্টের রোগীদের জন্য মালয়েশিয়ায় যথেষ্ট সুনাম কুঁড়িয়েছে সাইম ডার্বিস হাসপাতাল। বিশাল পরিসরে হাসপাতালটিতে রয়েছে নিরিবিলি মনোরম পরিবেশ। নার্সদের আতিথেয়তা সবাইকে মুগ্ধ করে।
সাইম ডার্বিস হাসপাতালের আন্তর্জাতিক মার্কেটিং নুরুন এনটিভি অনলাইন কে বলেন, ‘আমি বাংলাদেশে কয়েক বার গেছি। সেখানে বেশির ভাগ হার্টের রোগী রয়েছে। সাইম ডার্বিস হাসপাতালে বাংলাদেশি অনেকে হার্টের চিকিৎসা করিয়ে এখনো সুস্থ আছেন।
মালয়েশিয়ায় চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন বলেন, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে সাধারণত ব্যাংকক বা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে আসে। কিন্তু মালয়েশিয়ায় অনেক উন্নত চিকিৎসাসেবা রয়েছে। সিঙ্গাপুরের হাসপাতাল আমাকে যে খরচের কথা বলেছে, সেটা আকাশছোঁয়া। আবার ব্যাংককের হাসপাতালগুলোর চেয়ে মালয়েশিয়ার চিকিৎসাসেবা সন্তোষজনক। মালয়েশিয়ার চিকিৎসাসেবা যে এত উন্নত তা আমাদের অনেকেই জানে না।’
মালয়েশিয়ায় উন্নত চিকিৎসা দেওয়া আরো কয়েকটি হাসপাতাল হচ্ছে, পানতাই অ্যান্ড গ্লেনেগ্লাস হাসপাতাল, কেপিজে হেলথকেয়ার, ট্রপিকানা হাসপাতাল। এ হাসপাতালগুলো আন্তর্জাতিক রোগীদের জন্যে রেখেছে বিশেষ সেবা ও ছাড়। প্রতিটি হাসপাতালেই রয়েছে রোবোটিক সার্জারির সুবিধা।
মালয়েশিয়া হেলথ ট্যুরিজমের অধীনে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বাংলাদেশিদের চিকিৎসাসেবা দিচ্ছেন ডা. মিজানুর রহমান। তিনি বলেন, স্বল্প খরচে মালয়েশিয়ায় উন্নতমানের সেবা নিশ্চিত হয়। হৃদরোগ বা ক্যান্সারের মতো চিকিৎসাসেবা নেওয়ার জন্য এখন মানুষ মালয়েশিয়ায় আসছে।
অভিজ্ঞতা থেকে মিজানুর রহমান বলেন, থাইল্যান্ড বা সিঙ্গাপুরে রোগীর সঙ্গে আসা স্বজনদের থাকা-খাওয়া একটা বড় সমস্যা। হালাল খাবারের সংকটে ভোগে স্বজনরা। মালয়েশিয়াতে সেটা নেই। এখানে যেকোনো খাবার নিরাপদে খাওয়া যায়। এ ছাড়া চিকিৎসা পরবর্তী বসবাসও হয় স্বল্পমূল্যে। কারণ মালয়েশিয়ায় উন্নত জীবন যাপন হলেও, খরচ কিন্তু হাতের নাগালে।
ডা. মিজানুর আরো বলেন, প্রতিবছর মালয়েশিয়ায় ৭ লাখ ৭০ হাজার বিদেশি চিকিৎসাসেবা নিচ্ছে, যার মধ্যে বাংলাদেশি রয়েছে মাত্র ১২ হাজার। বিশ্বের তৃতীয় সেরা চিকিৎসা ব্যবস্থার দেশ হিসেবে মালয়েশিয়া হতে পারে বাংলাদেশের স্বাস্থ্যসেবা গ্রহীতাদের গন্তব্য। অন্য যেকোনো দেশের তুলনায় এখানে কম খরচে উন্নত সেবা পাওয়া যাচ্ছে বলেও তিনি জানান। একজন মালয়েশিয়ান যে খরচে সেখানে স্বাস্থ্যসেবা পান বাংলাদেশিরাও একই খরচে একই সেবা পাবেন বলেও তিনি জানান। সিঙ্গাপুরের তুলনায় ৫০ শতাংশ এবং ব্যাংককের তুলনায় ৩০ শতাংশ কম খরচেই আন্তর্জাতিক মানের সেবা কুয়ালালামপুরে নেওয়া সম্ভব বলে জানান তিনি। মালয়েশিয়ায় চিকিৎসাসেবা সম্পর্কে বিস্তারিত জানতে খোঁজ নিতে পারেন mrahman948@yahoo.com ঠিকানায়। অথবা +৬০১৬৯৭৮৫১৯৯ নম্বরে ফোন দিয়ে জানতে পারেন।