প্রবাসীরাই দেশের তারকা, মালয়েশিয়ায় তামিম ইকবাল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল বলেছেন, প্রবাসীরাই দেশের সেলিব্রিটি (তারকা)। কারণ তাঁদের পাঠানো অর্থেই (রেমিট্যান্স) দেশ চলে।
গত শনিবার মানিগ্রামের উদ্যোগে কুয়ালালামপুর সেলাঙ্গরের টার্ফ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম ইকবাল এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তামিম মালয়েশিয়ায় অবস্থানরত সাংবাদিক, মালয়েশিয়ার ব্যাংক কর্মকর্তা ও প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন
তামিম বলেন, ‘আমাকে নিয়ে গর্ব করার কিছু নেই। গর্ব আপনাদের নিয়ে। আপনারা আমাদের সুনাম ধরে রেখেছেন। ক্রিকেট যেমন সারা বিশ্বে বাংলাদেশকে চেনে, তেমনি প্রবাসে আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের ভালো জাতি হিসেবে সবাই চিনবে।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দিন দিন উন্নত হচ্ছে। সামনে আমরা আরো ভালো করার চেষ্টা করব। আপনাদের উৎসাহ, উদ্দীপনা আমাদের আরো সামনের দিকে নিয়ে যাবে।’জাতীয় দলের ওপেনার বলেন, ‘মালয়েশিয়ায় আমাদের ক্রিকেটের স্মৃতি জড়িয়ে রয়েছে। এখানকার স্টেডিয়ামে খেলার স্মৃতি কখনো ভুলবার নয়।’
সংবাদ সম্মেলনে মালয়েশিয়া মানিগ্রামের হেড রাজেন্দ্র ধরকায় বলেন, মানিগ্রাম সব সময় চেষ্টা করে ভালো কিছু দেওয়ার। ক্রিকেটে দক্ষিণ এশিয়ার জন্য একটি পছন্দের ব্র্যান্ড হিসেবে মানিগ্রামের ওপর বিশ্বাস স্থাপন করতে সাহায্য করেছে।
রাজেন্দ্র জানান, ক্রিকেটের মাধ্যমে এশিয়ার কমিউনিটিকে একত্রিত করতে চায় টাকা লেনদেনকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান মানিগ্রাম। তাই ব্র্যান্ডিং করার লক্ষ্যে বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবালকে মালয়েশিয়ায় আমন্ত্রণ করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ধনঞ্জয় কুমার দাশ। বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজ, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মোহাম্মদ শহীদ উল্লাহ। এ ছাড়া এতে মোবাইল ফোন বিক্রেতা প্রতিষ্ঠান ম্যাক্সিস, রেমিট্যান্স লেনদেনকারী প্রতিষ্ঠান বিএফসি, আকবার ও মানিগ্রামের এজেন্টরা উপস্থিত ছিলেন।
পরে বন্ধুত্বপূর্ণ এক ক্রিকেট ম্যাচের বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন তামিম ইকবাল।