মালয়েশিয়ায় শ্রমিক আনায় নীতিমালার দাবি

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক আনার কার্যক্রমটি আরো স্বচ্ছ ও সঠিকভাবে বাস্তবায়নের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে মালয়েশিয়া সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস (এমটিইউসি) নামে একটি সংগঠন।
মালয়েশিয়ার ট্রেড ইউনিয়ন কংগ্রেসের মহাসচিব এন গোপাল কিশনাম ৮ আগস্ট মালয়েশিয়ার স্থানীয় একটি পত্রিকায় এক সাক্ষাৎকারে মালয়েশিয়ার সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিদেশি শ্রমিক আনার বিষয়টি যেন সুস্পষ্ট নীতি বাস্তবায়ন করে জনগণকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়, যাতে করে সবাই সঠিকভাবে তথ্যগুলো বুঝে উঠতে পারে। অনেকেই বিভিন্ন মাধ্যম থেকে শুনে অস্থির হয়ে উঠে সত্যিকার সংবাদের জন্য। দীর্ঘদিন ধরে সুস্পষ্ট নীতি না থাকায় বিদেশি শ্রমিকদের থেকে বিভিন্ন মহলের লোক প্রচুর পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। কিছুদিন আগে আটক হওয়া বেশ কিছু ইমিগ্রেশন অফিসের কর্মকর্তা গ্রেপ্তারের খবরে বিশ্বের বিভিন্ন মিডিয়া তা ঢালাওভাবে প্রচার করলে আমাদের দেশের মান ক্ষুণ্ণ হচ্ছে। আমাদের আজ বিশ্বের মানবাধিকার সংস্থাগুলোর কাছে হেয়প্রতিপন্ন থাকতে হচ্ছে।’
অন্যদিকে, মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশন (এমইএফ) থেকে জানানো হয় ‘আমরা বিদেশি শ্রমিক আনার ব্যাপারে সম্পূর্ণ একমত পোষণ করছি।’ তবে তা দীর্ঘমেয়াদি ও সুস্পষ্ট নীতিমালার মাধ্যমে ও শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ থেকে রক্ষার জন্য বিস্তৃত নীতিমালা গ্রহণের কথাও তাঁরা আরোপ করেন।
এ ছাড়া মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় আরো তৎপর হওয়ার জন্য মালয়েশিয়ার বিভিন্ন দেশের হাইকমিশনের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।