মালয়েশিয়ায় হুমায়ূন আহমেদ পরিষদের আলোচনা সভা

মালয়েশিয়ায় হুমায়ূন আহমেদ সাহিত্য সংস্কৃতি পরিষদের আলোচনায় অংশ নেন ভক্তরা। ছবি : এনটিভি
মালয়েশিয়ায় আলোচনা সভা করেছে হুমায়ূন আহমেদ সাহিত্য সংস্কৃতি পরিষদ।
স্থানীয় সময় সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান ইম্বি এলাকার রসনাবিলাস রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
হুমায়ূন আহমেদ সাহিত্য সংস্কৃতি পরিষদের মালয়েশিয়া শাখার সভাপতি শেখ শরীফ আহমেদ রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ব্রাউন সোহেল।
সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব শেখ আরমান, জসিউর রহমান সেতু, বিল্লাল মিয়া, শেখ নয়ন,আমিনুল ইসলাম অপু, গাজী রহমান প্রমুখ।