সৌদির কাতিফ সিটিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের কাতিফ সিটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এর আয়োজন করে কাতিফ সিটি বিএনপি।
কাতিফ সিটি বিএনপির নেতা কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দাম্মাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বিসমিল্লাহ মঞ্জুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাম্মাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক মোল্লা।প্রধান বক্তা ছিলেন পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম বিএনপি অন্যতম সহসভাপতি ও দাম্মাম মহানগর বিএনপির প্রধান উপদেষ্টা সাইমুম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মাম বিএনপির সহসভাপতি মফিজ সরকার, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জাবেদ খান।
অনুষ্ঠানে বক্তব্য দেন, সৌদি আরবের আল খোবার বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সোহেল আহম্মেদ, দাম্মাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ আল ইসলাম আজাদ, সহসভাপতি জাকির চৌধুরী, সোহেল চৌধুরী, দপ্তর সম্পাদক এনায়েত খান রোমেল, নিউ দাম্মাম সিটি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল, মারদ শাখা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাফুয়া বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম মনিরসহ আরো অনেকে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আল খাবজি জেলা বিএনপির সভাপতি আলম খাঁন। এ ছাড়া সাফুয়া বিএনপি, তারুত শাখা বিএনপি, মারদ শাখা বিএনপি, টয়োটা বিএনপি, মোখাত্তা তামানিয়া বিএনপিসহ সব সিটি ও ইউনিট কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।