রিয়াদে তারেক রহমানের কারামুক্তি দিবসের আলোচনা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নবম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের রিয়াদে।
সম্প্রতি তারেক রহমান কারামুক্তি আন্তর্জাতিক পরিষদের আয়োজনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
তারেক রহমান কারামুক্তি আন্তর্জাতিক পরিষদের আহ্বায়ক, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন – সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ব্যাপারী, সহসভাপতি আবু কাউসার, যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন ফরায়েজী, মামুনুর রশিদ চৌধুর , পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী, প্রবাসী চট্টগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাকের, পূর্বাঞ্চল কেন্দ্রীয় শ্রমিক দলের সহসভাপতি মাওলানা হোসেন মোহাম্মদ বাবুল মোল্লা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এম এ রেজাউল করিম মিরাজ, প্রবাসী কুমিল্লা জেলা যুবদলের সাবেক প্রধান উপদেষ্টা সাইফু উদ্দিন নোমান, কামাল উদ্দিন জাপানি, প্রবাসী চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আবদুল মমিন খান, মঠবাড়িয়া উপজেলার বাচ্চু আকন, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আমির হোসেন প্রধান, বড়ুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম। এ ছাড়া বিএনপি ও ২০ দলীয় জেটের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় রিয়াদে সবার অংশগ্রহণে ঐক্যবদ্ধ বিএনপি গঠনের আশাবাদ ব্যক্ত করা হয়। দলের ঐক্যের ওপর জোর দেন বক্তারা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দেশ-বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়েছে।