মক্কায় পবিত্র দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

সৌদি আরবের মক্কা নগরীতে অনুষ্ঠিত পবিত্র দরসুল কোরআন মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়। ছবি : এনটিভি
সৌদি আরবের মক্কা নগরীতে পবিত্র দরসুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আনজুমানে খোদ্দামুল মুসলেমিন মক্কা শাখার উদ্যোগে গত শুক্রবার রাত ১০টায় স্থানীয় একটি হোটেলে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মো. দিদারুল আলমের সভাপতিত্বে ও মো. নঈম উদ্দিন শাহেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত চেয়ারম্যান আল্লামা ছৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ আবেদি।
মাহফিলে বিশেষ আলোচনা করেন—অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরি, অধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন তৈয়বী, প্রভাষক আল্লামা জাকের আহমদ, ওবাইদুল হক তৈয়বী, মাওলানা জানে আলম নেজামী, মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, মোহাম্মদ ইমতিয়াছ আহমদ খলিল মিয়াজী সালাহউদ্দিন আবেদী।
সবশেষে মুসলিম উম্মাহ আনজুমানে খোদ্দামুল মুসলেমিন কোরআন সুন্নাহ সমাজ প্রতিষ্ঠায় সর্বস্তরের নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়।