জেদ্দায় যুবলীগের মত বিনিময় সভা

সৌদি আরবের জেদ্দায় আওয়ামী যুবলীগের উদ্যোগে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দার কিলো আসারা এলাকার হাদিকা হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেদ্দা আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদ হাসান শামিমের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। জেদ্দা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাভেল ও সোলাইমান খানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
সভায় বক্তব্য দেন জেদ্দা যুবলীগের জেষ্ঠ্য সহসভাপতি বশির আহমেদ, আব্দুল ফাত্তা, নূর আলম নূর, আবু আলকাছ হারুন, সাফিউল আলম মনির,শরিফ আহম্মেদ, বদরুল আলম সেলিম, হোসেন আহম্মেদ, রুস্তম আলী এস্কান্দার প্রমুখ। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ সেলিম, শিপন আহসান, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, এরশাদ আহমেদ, প্রচার সম্পাদক আব্দুল মাজিদ প্রমুখও সভায় বক্তব্য দেন। মতবিনিময় সভায় জেদ্দার বিভিন্ন অঞ্চলের আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশ নেয়।
মতবিনিময় সভায় ওমর ফারুক চৌধুরী বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এখন সারা বিশ্বের কাছে এক রোল মডেল। যুবলীগ শেখ হাসিনার আদর্শের রাজনীতি বিকশিত করতে কাজ করে চলেছে। আমি যুবলীগের দায়িত্ব নেওয়ার পর যুবলীগকে নতুন চিন্তায় তারুণ্যের উদ্দীপ্ত সংগঠন হিসেবে কাজ করে চলছি। বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমিতে বই, পোস্টার, প্রদর্শনী ছাড়াও তারুণ্যকে মনোযোগী করছি শিল্পসংস্কৃতিতে।
ওমর ফারুক চৌধুরী আরো বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে বিশ্বের রোল মডেল হিসেবে চেনানোর জন্য যুবলীগের উদ্যোগে গবেষক দল গঠন করেছি। এই দল শুধু বাংলাদেশে নয় বিশ্বের ৩৯টি দেশে কাজ করেছে। বিদেশে আইনজীবী, সাংবাদিক, অধ্যাপকসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কর্মশালার মাধ্যমে মত প্রকাশ করেছে এই দল।
আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বলেন, খালেদা জিয়া নবরূপে আজকে ষড়যন্ত্রের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে হাজির হয়েছেন। এটা আজ সমগ্র জাতির কাছে পরিষ্কার। তাই খালেদা জিয়াকে নিষ্ক্রিয় করতে পারলে দেশে চলমান সব অপতৎপরতা বন্ধ হবে।