সৌদির পূর্বাঞ্চল বিএনপির সভাপতি সংবর্ধিত

বিএনপি’র সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ায় অধ্যাপক আ ক ম রফিকুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে রিয়াদ প্রবাসী কুমিল্লা জেলা বিএনপি। রিয়াদে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু ইউসুফ।
সভায় অধ্যাপক আকম রফিকুল ইসলাম বলেন, নেতাকর্মী গুম, খুন হতে দেশকে বাঁচাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে ঐক্যবদ্ধভাবে সাড়া দেওয়ার কোনো বিকল্প নেই।
প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব কাজী আইয়ুব আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ফরায়েজী, পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী, প্রবাসী চৌদ্দগ্রাম বিএনপির সভাপতি আবদুল মোমিন খান, প্রবাসী চান্দিনা বিএনপির সভাপতি মো. আমির হোসেন প্রধান, সাধারণ সম্পাদক সাইজু উদ্দিন আল মামুন, প্রবাসী মেঘনা বিএনপির সভাপতি মোতালেব মোল্লা, প্রবাসী বড়ুরা যুবদলের প্রধান উপদেষ্টা মাঝহারুল ইসলাম মিটুন, প্রবাসী মেঘনা যুবদলের সভাপতি মো. সানাউল্লা, মোবারক হোসেনসহ বিএনপির বিপুল নেতাকর্মী।
সংবর্ধনা সভায় দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কারি মো. আবদুল হাকিম।