সৌদি আরবের আল হাসায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবের আল হাসা প্রদেশ বিএনপির নেতাকর্মীরা দলটির ৩৮তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে।
আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন, যার কারণে জাতি আজও শহীদ জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং আজীবন করবে।
৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা সঞ্চালনা করেন আল হাসা প্রদেশ বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি নেয়ামুল কবীর। প্রধান অতিথির বক্তব্য দেন বিসমিল্লাহ মঞ্জু। বিশেষ অতিথির বক্তব্য দেন মোহাম্মদ আজীম উদ্দিন, মোহাম্মদ ফোরকান মোহাম্মদ নূরুল ইসলাম, মঞ্জুর হোসেন, মাহিব মিনহাজ, মোহাম্মদ আলম, আজীম উদ্দিন, মিনহাজ, মাহবুবুল আলম নান্নু, এম এ হাছান সুমন প্রমুখ।
সভায় প্রদেশ বিএনপির বিভিন্ন পযায়ের বিপুল নেতাকর্মী অংশগ্রহণ করেন। সভায় জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের হেফাজত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।