মক্কায় হান্নান শাহর গায়েবানা জানাজা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহর গায়েবানা জানাজায় উপস্থিত বিএনপি নেতারা। ছবি : এনটিভি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর মৃত্যুতে সৌদি আরবের মক্কার মসজিদুল হারেমে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। মক্কা মহানগর বিএনপির উদ্যোগে এশার নামাজের পর ওই জানাজা অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন মক্কা মহানগর বিএনপির উপদেষ্টা মাওলানা রফিক আহমেদ, সভাপতি ফেরদৌস চৌধুরী মিঠু, জ্যেষ্ঠ সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এইচ এম পারভেজ মৃধা, মক্কা যুবদল সভাপতি মামুন, যুবদল নেতা নোমান রানা, কবির আহমদ, কলিম উল্লাহ, হাবিবুর রহমানসহ স্থানীয় মক্কা মহানগর বিএনপির নেতাকর্মীরা। জানাজায় আ স ম হান্নান শাহর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
গত মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আ স ম হান্নান শাহ মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।