হান্নান শাহর আত্মার মাগফিরাত চেয়ে সৌদি আরবে দোয়া

বিএনপির সদ্য প্রয়াত স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহর মৃত্যুতে তাঁর আত্মার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল করেছে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি।
শোকসভায় সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব। জেদ্দা মহানগর বিএনপির সদস্য সচিব মীর মনিরুজামান তপন ও মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ আবদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল জলিল, মহানগর বিএনপির আহ্বায়ক এম এ আজাদ চয়ন, পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ আহম্মেদ, মহানগর বিএনপির সাবেক সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী, মক্কা বিএনপির সভাপতি সিআইপি খন্দকার হেলাল ও মহিন চৌধুরী।
শোকসভায় বক্তব্য দেন অয়েছ আহমেদ, মোস্তাক আহম্মেদ, ইমন ইসমাইল, কামাল আহম্মেদ, কয়েছ আহম্মেদ, আল মামুন শিপন, আনোয়ার জাহিদ, আলমগীর হোসেন, নুরুল আফসার, হাফিজ মেম্বার, রফিক, সাঈদ, বোরহান উদ্দিন, সাজ্জাদ, এরফান আলী প্রমুখ।
সভায় পশ্চিমাঞ্চল বিএনপির প্রধান উপদেষ্টা আবদুর রহমান প্রয়াত হান্নান শাহর মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে তাঁর নীতি আদর্শকে অনুসরণ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগামী দিনের যেকোনো আন্দোলন সংগ্রামে সবাইকে বলিষ্ঠ ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বিএনপির দুঃসময়ে যাঁর প্রয়োজন ঠিক সেই মুহূর্তে আ স ম হান্নান শাহর চলে যাওয়া খুব কষ্টের। তিনি ছিলেন একজন সৎ, নির্ভীক ও জাতীয়তাবাদের সৈনিক। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই মরহুমের আন্তা শান্তি পাবে। তিনি হান্নান শাহর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।