ব্যান্ড ফেস্টে অংশ নিতে ‘এলআরবি’ এখন কানাডায়

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল এলআরবি এখন কানাডার টরন্টো শহরে। ব্যান্ড ফেস্ট ২০১৬তে অংশ নিতে আইয়ুব বাচ্চু আর তাঁর সহশিল্পীরা স্থানীয় সময় বুধবার টরন্টো এসে পৌঁছান। আগামী ৮ অক্টোবর সন্ধ্যায় টরন্টোর ৭২০ মিডল্যান্ড অ্যাভেনিউতে দর্শক মাতাবে এলআরবি।
গতকাল দুপুরে বিমানবন্দরে আইয়ুব বাচ্চু আর তাঁর দলকে ফুলেল শুভেচ্ছায় কানাডায় স্বাগত জানান ব্যান্ড ফেস্টের আয়োজকরা। আইয়ুব বাচ্চুও তাঁদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আপনাদের এই উষ্ণ অভ্যর্থনায় আমরা সম্মানিত বোধ করছি।’ অনুষ্ঠানটির আয়োজনে রয়েছে ‘দ্য ম্যাক এন্টারটেইনমেন্ট’, ‘শাহীন খান’ এবং ‘নাসির কাশেম’। এলআরবির সঙ্গে একই মঞ্চে গান গাইবে তরুণদের নিয়ে গড়া টরন্টোর জনপ্রিয় তিনটি ব্যান্ড দল ‘যান্ত্রিক’, ‘সুর’, এবং ‘ব্যান্ড ফোর’। এই ব্যান্ড দলগুলোও এরআরবির সঙ্গে একই মঞ্চে গান গাইতে পারবে বলে বেশ উচ্ছ্বসিত!
ব্যান্ড ফেস্টের সার্বিক সহযোগিতায় আছেন রিজওয়ান রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকছেন অজন্তা চৌধুরী এবং দিলারা নাহার বাবু। টিকিটের দাম রাখা হয়েছে ২০, ৫০ এবং ১০০ ডলার। টিকিট পাওয়া যাচ্ছে টরন্টোতে এটিএন মেগা স্টোর, ২৯৭৬ ড্যানফোর্থ এভিনিউ, টরন্টো, ফোন : ৪১৬-৬৮৬-৩১৩৪। আর মিসিসাগায় : শেরিডান সেন্টার শপিং মল, ২২২৫ এরিন মিলস পার্কওয়ের ‘রাশ-ইট ফর মেন’, ফোন : ৯০৫-৮২২-৮০৮৭।
এ ছাড়া ফোনেও টিকিট সংগ্রহ করা যাবে এই নম্বরগুলোতে : ম্যাক আজাদ : ৬৪৭-৮৩১-৬৪০০, শাহীন খাঁন : ৪১৬-৪৫৭-৮০৮৭, নাসির কাশেম : ৬৪৭-৮৩৩-১৭০১, রিংকু : ৬৪৭-৬০৮-৬৮৮৩, সোহেল : ৪১৬-৮৭৯-৪২৮৪, রিজওয়ান : ৪১৬-৯৪৮-৬২৯৫।
আইয়ুব বাচ্চুর নিজ হাতে গড়া কিংবদন্তি ব্যান্ড দল ‘এরআরবি’র বয়স হাঁটি হাঁটি পা পা করে এই বছর ৫ এপ্রিল পৌঁছে গেছে ২৫-এ। শুরুতে ব্যান্ডটির নাম দেওয়া হয়েছিল ‘লিটল রিভার ব্যান্ড’। পরবর্তী সময়ে নামটি পরিবর্তন করে এখন হয়েছে ‘লাভ রানস ব্লাইন্ড’।