রিয়াদে প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম বিএনপির বর্ধিত সভা

সৌদি আরবের রিয়াদে গত শনিবার রাতে প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির সৌদি আরব কেন্দ্রীয় কমিটির ঐক্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম বিএনপির পক্ষ থেকে ঐক্যকে এগিয়ে নেওয়ার কথা বলা হয়।
সভায় দলে বিভিন্ন সময় যোগদানকারীদের অপৎপরতার বিষয়ে সব নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম খোকনের সভাপতিত্বে সভায় কমিটির প্রধান উপদেষ্টা কারি আবদুল হাকিম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাকের, সহসভাপতি মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাফফরসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বিএনপির সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান।
সভায় সদ্য প্রয়াত বিএনপি নেতা আ স ম হান্নান শাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভা শেষে নৈশভোজে মিলিত হন নেতাকর্মীরা।