অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের নতুন সদস্য আহ্বান

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের কার্য সম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৫টায় অস্ট্রেলিয়ার সিডনি শহরের এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই সভায় নতুন সদস্যপদ আহ্বানের জন্য স্থানীয় অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ফরম প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের আহ্বায়ক বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য সম্পাদন কমিটির সভায় এর আগের গৃহীত সিদ্ধান্তগুলো বিশদভাবে পর্যালোচনা করা হয়। সংগঠনের কাজের অগ্রগতিতে কমিটি সন্তোষ প্রকাশ করে।
সভার শুরুতে সদস্য সচিব মোহাম্মেদ আবদুল মতিন বলেন, গত ২৬ জুন অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী কাউন্সিলের খসড়া সংবিধান তৈরি, সদস্য ফরম তৈরি, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, মনোগ্রামের আংশিক পরিবর্তন, ওয়েবসাইট তৈরি, ফেয়ার ট্রেডিংয়ে গত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব দাখিল সম্পন্ন হয়েছে। পরে রতন কুণ্ডু ও মোহাম্মদ রেজাউল হক সংবিধানের খসড়া কপি কমিটিকে পেশ করেন। এ ছাড়া কার্য সম্পাদন কমিটির সভায় কাউন্সিলের সদস্য ফরমের খসড়া কপি সর্বসম্মতিক্রমে অনুমোদনসহ নতুন সদস্যপদ আহ্বানের জন্য স্থানীয় অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
কার্য সম্পাদন কমিটির সদস্য নাইম আবদুল্লাহকে সব সংবাদপত্রে সংগঠনের মিডিয়া রিলিজ পাঠানোর দায়িত্ব দেওয়া হয়। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন সদস্য ফরম জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২০ নভেম্বর ধার্য করা হয়।
অনলাইন, প্রিন্ট মিডিয়া, কাউন্সিলের ওয়েবসাইট (www.abpmc.org.au) ছাড়াও আহ্বায়ক বদরুল আলম এবং সদস্য সচিব মোহাম্মেদ আবদুল মতিনের কাছ থেকে সদস্য ফরম সংগ্রহ করা যাবে।
সদস্য সংগ্রহের পর সাধারণ সভায় নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।