সৌদি আরবে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সৌদি আরবের পূর্বাঞ্চলে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সৌদি আরবের পূর্বাঞ্চল বিএনপির হাইল প্রদেশ কমিটির আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রদেশ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইউম সভাপতিত্ব করেন। লিটন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাসুদ আলাল। বিশেষ অতিথি ছিলেন আমিনুল ইসলাম, হুমায়ুন কবির হিমু, আমান উল্যাহ আমান, আশিক পাটওয়ারী বাবলু ও আনোয়ার হোসেন।
সভায় প্রবাসী নেতারা বলেন, শহীদ জিয়ার নেতৃত্বে দেশে এক দলীয় শাসনের পরিবর্তে বহু দলীয় গণতন্ত্র কায়েম হয়েছিল। তাই জাতি তাঁকে আজও গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে। ৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও গণ-মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
সভায় শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় প্রদেশ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।