সৌদি আরবের আল হাসা প্রদেশে বিএনপির ৭ নভেম্বর পালন

যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৭ নভেম্বর পালন করেছে সৌদি আরব পূর্বাঞ্চলের আল হাসা প্রদেশের বিএনপি। এ উপলক্ষে প্রাদেশিক বিএনপি আলোচনা সভার আয়োজন করে।
আল হাসা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নিয়ামুল কবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ কাশেম খান। বিশেষ অতিথি ছিলেন দাম্মাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বিসমিল্লাহ মনজু, জাহিদুল ইসলাম আজাদ, আল হাসা প্রদেশ বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
সভায় বিএনপির নেতারা বলেন, সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে একদলীয় শাসনের বিলুপ্ত ঘটিয়ে জাতিকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। দেশের মানুষ জিয়াকে ভালোবাসেন এবং হৃদয়ে তাঁর আদর্শ লালন করেন।
সভায় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আল হাসা প্রদেশ বিএনপির বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।