চোখ

একটা সময় তোমার চোখে পৃথিবী দেখতাম
পৃথিবীর সৌন্দর্য, বৈচিত্র্য দেখে
মুগ্ধতায় স্রষ্টার কাছে প্রার্থনারত হতাম।
তোমার চোখে চোখ ছুঁয়ে জানতে চাইতাম
এত ভালোবাসো কেন?
পৃথিবীর সাজসজ্জায় ডুবে থাকা আমাদের প্রেম এখন
ধুলোয় ডুবে থাকা অসমাপ্ত উপন্যাসের পাতা ওল্টায়।
এখন তোমার চোখে পৃথিবীর ক্রন্দন দেখি
পৃথিবীটা এত কাঁদে, কখনো বুঝিনি।
আমার মতো অসংখ্য প্রেমিক এখন
প্রেমিকার চোখ ছুঁয়ে জানতে চায়
কত দিন জ্বলবে আরাকান?
কত দিন নিঃস্ব হবে ফিলিস্তিন?
কত দিন কাঁদবে পৃথিবী?
কত দিন?