বাহরাইন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের ইফতার ও দোয়া মাহফিল

বাহরাইন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের আয়োজনে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১৯ মার্চ) বাহরাইনের রাজধানী মানামার স্থানীয় আল ওছরা রেষ্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাহরাইন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মো. কামাল উদ্দিন।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি শাহ্ মোয়াজ্জেম হোসেন সোকার্নো এবং সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন মুন্সি ইফতার ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন। ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. শাহজাহান পবিত্র কোরআন তেলাওয়াত করেন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের সম্মানিত শ্রম কাউন্সিলর মো. মাহফুজুর রহমান।
ইফতার ও দোয়া মাহফিলে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন সম্পাদক বাদশাহ্ আলমগীর ও সহ সভাপতি জানে আলম মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি মো. আইনুল হক, প্রধান উপদেষ্টা মো. খায়রুল বাসার, উপদেষ্ঠা কাজী সাঈদ সাদেক, বাহরাইন তালেমুল কোরআনের সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, বাহরাইন বিএনপির প্রধান উপদেষ্টা সাবের আহম্মেদ, সহ সভাপতি মো. মোজাহিদুল ইসলাম,আব্দুল গণি মজুমদার, বরিশাল জনকল্যাণ সমিতির সভাপতি মো. মিজানুর রহমান, মেঘনা প্রবাসী সঞ্চয় ও ঋনদান সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল পলাশ, যুবদল নেতা মোস্তাক আহম্মেদ ও হারিস খলিফা, বিয়ন মানির মার্কেটিং অফিসার মাজাহারুল হক বাবু, বিএসসির মার্কেটিং ম্যানেজার সবুজ মিলন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদের সম্মানিত সহ সভাপতি মো. কুতুব উদ্দিন,আব্দুল্লাহ্ জসিম ও ফয়সাল আহম্মেদ, যুগ্ম সম্পাদক লিটন সিদ্দিকী, কামাল সরকার, ইঞ্জিনিয়ার মো. বেলাল, সোহরাব চৌধুরী ও আক্তার মোল্লা প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে সমগ্র মুসলিম উম্মাহ্'র শান্তি ও সমৃদ্ধি কামনা এবং সদ্য প্রয়াত সিনিয়র সহ সভাপতি শাহ্ মোয়াজ্জেম হোসেন সোকার্নোর মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।