৪০০ বছরের পুরোনো মিয়াবাড়ি জামে মসজিদ

ঝালকাঠির ভারুকাঠিতে দৃষ্টিনন্দন ৪০০ বছরের পুরোনো মিয়াবাড়ি জামে মসজিদ। ঝালকাঠি সদর থেকে ১২ কিলোমিটার দূরে গাবা রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত এই মসজিদে রয়েছে পুরোনো আভিজাত্যের ছোয়া। ঝালকাঠি সদর বাসস্ট্যান্ড থেকে দুই ও তিন চাকা বিশিষ্ট যে কোনো যানবাহনে ভিরুকাঠি পৌঁছানো যায়।
মসজিদ এলাকার বাসিন্দা ইসমাইল হাওলাদার ও ওসমান হাওলাদার জানান, এই মসজিদ ঠিক কত সালে তৈরি হয়েছে, সেটার সঠিক তথ্য বলতে পারবো না। আমাদের ছোটবেলা বাবা দাদাদের মুখে শুনেছি এটা অনেক পুরোনো মসজিদ। সেই হিসেবে এলাকায় প্রচলিত তথ্যমতে, ৪০০ বছর বা তার একটু বেশিও হতে পারে।
এর ঠিক সম্মুখ ভাগে রয়েছে বিশাল এক দিঘি। এলাকাবাসীর মতে, মসজিদের মুসল্লিদের পানির সুবিধার জন্য পাশেই এই বিশাল দিঘি খনন করা হয়েছে। মসজিদ এবং দিঘি ঠিক একই সময়ে তৈরি করা হয়েছে। এ ছাড়া দিঘির উত্তর প্রান্তে একটি ঘাটলা নির্মাণ করা হয়েছে। সেখানে মুসল্লিরা ওযু করতে পারেন।
সুদর্শন এই মসজিদ নির্মাণে তৎকালীন সময়ের নির্মাণশৈলীর মুন্সিয়ানা দেখা যায়। চুন-সুরকির এই মসজিদে তিনটি গম্বুজ রয়েছে। যার মধ্যে মাঝখানের গম্বুজটি আকারে পাশের দুটোর থেকে তুলনামূলক বড়। ৩০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থ মসজিদ উচ্চতায় ২০ ফুট। মসজিদের দেয়াল চার ফুট প্রশস্ত হবে। মসজিদে ছোটবড় ছয়টি মিনার রয়েছে যেগুলো মসজিদের দেয়ালের সঙ্গে সংযুক্ত।
মসজিদের মুয়াজ্জিন আইয়ুব আলী সিকদার বলেন, মূল মসজিদে আগে ২০-২২ জন নামাজ পরতে পারতেন। পরে এটির সম্মুখভাগ বর্ধিত করা হয়েছে। এখন মসজিদে প্রায় শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এখানে জুমার নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা হয়।