শেয়ার উপহার দেবেন সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/03/saauthistt.jpg)
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা ইফতেখার আজিম আহমেদ শেয়ার উপহার দেবেন ছেলেকে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ইফতেখার আজিম তার ছেলে সালেহ আহমেদকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) ৫০ লাখ শেয়ার উপহার দেবেন। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৫৪ লাখ ১৫ হাজার শেয়ার আছে।
এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত শেয়ার ডিএসইর লেনদেন সিস্টেমের বাইরে যেয়ে ছেলেকে উপহার হিসেবে দেবেন।