ম্যারিকো বাংলাদেশের ২৩তম এজিএম অনুষ্ঠিত
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ম্যারিকোর বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান সৌগত গুপ্তা।
সভায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রজত দিবাকর; বোর্ড সদস্য; ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস পারভীন মাহমুদ (অডিট কমিটির চেয়ারম্যান); জাকির আহমেদ খান (নমিনেশন ও রেমুনারেশন কমিটির চেয়ারম্যান) এবং শীলা আর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।
চেয়ারম্যান সৌগত গুপ্তা বোর্ড অব ডিরেক্টরদের, শেয়ারহোল্ডারদের, রেগুলেটরি স্টেকহোল্ডার এবং অন্যান্য কর্মকর্তাদের এজিএময়ে স্বাগত জানান। বিপুল শেয়ারহোল্ডার ভার্চ্যুয়ালি এতে অংশ নেন, যেখানে সর্বসম্মতিক্রমে নোটিশ অনুযায়ী সব প্রস্তাবিত এজেন্ডা পাশ করা হয়।
এজিএমের প্রধান এজেন্ডা ছিল ডিরেক্টর ও অডিটরের প্রতিবেদনসহ ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত বছরের অডিটেড আর্থিক বিবৃতি গ্রহণ, পরিচালনা পরিষদের সুপারিশ করা ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত বছরের লভ্যাংশের অনুমোদন, পরিচালকদের পুনঃনির্বাচন ও স্ট্যাচুটরি অডিটর ও কমপ্লায়েন্স অডিটর নিয়োগ এবং সংশ্লিষ্ট পক্ষের লেনদেনের অনুমোদন দেওয়া।
এজিএম চলার সময়, পূর্বঘোষিত ও প্রদান করা ৭৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত বছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ হিসাবে ঘোষণা করা হয়। এর আগে, ২০২৩ অর্থবছরের মধ্যবর্তী-ত্রৈমাসিক অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ছিল ৪৫০ শতাংশ এবং অপর ত্রৈমাসিক অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ছিল ৩০০ শতাংশ।
ম্যারিকোর কর্মসম্পাদন বিষয়ে বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান সৌগত গুপ্তা জানান, প্রতিষ্ঠানের কর পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৮৭ দশমিক দুই কোটি টাকায়। তাই শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১২২ দশমিক ৯৩ টাকায়।