দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বিরামপুর-ফুলবাড়ী সমিতির সদর দপ্তরে সভায় বোর্ডের সভাপতি গোলাম কায়সার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফিকুল আলম।
এসময় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব অজয় কুমার চক্রবর্তীর বাণী পাঠ করে শোনানো হয়। পরে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সভাপতি গোলাম কায়সার, সচিব মো. শাফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ লায়লা আরজুমান এবং জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী বিপুলকৃষ্ণ মণ্ডল। সভায় বিভিন্ন ক্যাটাগরিতে পল্লী বিদ্যুতের গ্রাহকদের মধ্যে লটারিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সভায় সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, এলাকা পরিচালক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ গ্রাহকরা উপস্থিত ছিলেন।
এসময় হাকিমপুর এলাকার পরিচালক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাহিদুল ইসলামের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দিনাজপুরের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
এদিকে সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে আগামী এক বছরের জন্য দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নির্বাহী বোর্ড গঠন করা হয়। এতে সভাপতি গোলাম কায়সার, সহ-সভাপতি শিশির কুমার সরকার, সচিব মো. শাফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ মোছা. দেলবাহার খাতুন নির্বাচিত হন।