সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী, সম্পাদক আবু আলী
পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন সারাবাংলা ডট নেটের স্পেশাল করোসপন্ডেন্ট গোলাম সামদানী ভূঁইয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী।
গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীর পল্টনে সিএমজেএফের নিজস্ব কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে সদস্যদের ভোটে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। নতুন কমিটি ২০২৪-২০২৫ মেয়াদে দায়িত্ব পালন করবেন।
৮২জন ভোটারের মধ্যে ভোট দেন ৭৪ জন।নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনের সিনিয়র সদস্য নাসির উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান, শারমিন রিনভী, রাজু আহম্মেদ, মনির হোসেন।
কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সিনিয়র রিপোর্টার বাবুল বর্মণ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইব্রাহিম হোসেন রেজওয়ান। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি ম্যাসেঞ্জারের সিনিয়র রিপোর্টর মাহফুজুল ইসলাম। কমিটির পাঁচজন সদস্যের মধ্যে নির্বাচিত হয়েছেন কালবেলার জুনায়েদ শিশির, নয়া দিগন্তের হামিদ সরকার, রাইজিং বিডি ডটকমের এস এম নুরুজ্জামান তানিম, ৭১ টিভির সুশান্ত সিনহা এবং জিটিভির তৌহিদুল ইসলাম রানা।
এর আগে সিএমজেএফের সদ্য বিদায়ী সভাপতি অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় এজিএম অনুষ্ঠিত হয়। এজিএমে গত দুই বছরের অর্থ সম্পাদক ও সাধারণ সম্পাদকের প্রতিবেদন কণ্ঠ ভোটে অনুমোদন করে সংগঠনের সদস্যরা। সংগঠনের বিভিন্ন বিষয়ে এজিএমে সাধারণ সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।