শিক্ষাকালীন নিজেকে বিনিয়োগকারী হিসেবে প্রস্তুত করুন : মাহাদী হাসান
শিক্ষা শেষে শিখব, জানবো এই চিন্তা ভাবনা থেকে শিক্ষার্থীদের বের হয়ে আসতে হবে। কারণ ভবিষ্যৎ বিনিয়োগকারী বা কোম্পানির মালিক হওয়ার জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রামে স্টক এক্সচেঞ্জের (সিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদী হাসান।
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রামে সিএসইর আগ্রাবাদ কার্যালয়ে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) শিক্ষার্থীদের উদ্দেশে মোহাম্মদ মাহাদী হাসান এ কথা বলেন। অধিবেশনটি পরিচালনা করেন সিএসইর হেড অফ ট্রেনিং অ্যান্ড এওয়্যারনেস এম সাদেক আহমেদ।
সিএসইর আগ্রাবাদ কার্যালয়ে এদিন শিক্ষা সফর সম্পন্ন করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রায় ৬৫ শিক্ষার্থী। এই শিক্ষা সফরে শিক্ষার্থীরা পুঁজিবাজার সম্পর্কে সামগ্রিক ধারণা নেন। আবার আর্থিক পরিকল্পনা, ঝুঁকি এবং পুঁজিবাজারের সাথে সম্পর্কিত রিটার্ন সম্পর্কে নানাবিধ জ্ঞান অর্জন করেন। পাশাপাশি প্রায়োগিক পরিচালনা বিষয়ে অবহিত হোন। এ ছাড়া পুঁজিবাজারের বর্তমানে প্রচলিত এবং অদূর ভবিষ্যতে নতুন চালুকৃত প্রোডাক্ট বিষয়ে বিস্তারিত জানেন।
পুঁজিবাজারের ভবিষ্যৎ বিনিয়োগকারী হবে আজকের শিক্ষার্থীরা মন্তব্য করে মোহাম্মদ মাহাদী হাসান বলেন, শিক্ষাকালীন সময় থেকেই পুঁজিবাজার এবং এর কার্যক্রম সম্পর্কে জানা এবং গবেষণা করা প্রয়োজন। শিক্ষার্থীদেরকে এখন থেকেই পুঁজিবাজার এবং এর কার্যক্রম বিষয়ে জ্ঞান অর্জনে সময় দিতে হবে।
শিক্ষা শেষে শিখবো, জানবো এই ভাবনা থেকে শিক্ষার্থীদের বের হয়ে আসতে হবে জানিয়ে মাহাদী হাসান বলেন, ভবিষ্যৎ বিনিয়োগকারী বা কোম্পানির মালিক হওয়ার জন্য এখন থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে।
ইডিইউর ব্যবসায় প্রশাসন বিভাগ প্রফেসর এ কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশের ফিনান্সিয়াল মার্কেটে, পুঁজিবাজার শক্তিশালী অবস্থানে আছে। যা যদিও খুব ধীরে এগিয়ে যাছে কিন্তু পদক্ষেপগুলো যথেষ্ট গুরুত্ববহ ও দীর্ঘমেয়াদী। বাংলাদেশের বর্তমান পুঁজিবাজারের অবস্থানের পেছনে সিএসই সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যার সাম্প্রতিক একটি উদাহরণ হল কমোডিটি এক্সচেঞ্জের প্রতিষ্ঠার উদ্যোগ । নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে যারা সামনে এই পুঁজিবাজারে অংশগ্রহণ করতে ইচ্ছুক, আজকের এই শিক্ষা সফরই হতে পারে তাদের প্রথম পদক্ষেপ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসইর হেড অফ সারভিলেন্স এন্ড মার্কেট আপারেশনস নাহিদুল ইসলাম খান, হেড অফ ইন্সপেকসন এন্ড এনফোর্সমেন্ট আরিফ আহমেদ, হেড অফ ইন্টারনাল অডিট মোহাম্মেদ বারকাত শফি প্রমুখ।