প্রধান সূচকে বাড়লেও লেনদেন কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (৮ জুলাই)। তবে এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের তুলনায় এদিন কমেছে লেনদেনের পরিমাণ। কমেছে পুঁজিবাজারে মূলধনের পরিমাণও।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয় ৮৮৮ কোটি ৫৭ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার লেনদেন ছিল ৯০৮ কোটি ৭৭ লাখ টাকা। আলোচিত দিনে পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭২ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা। আগের কর্মদিবস রোববার বাজার মূলধন ছিল ছয় লাখ ৭৩ হাজার ২০৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধন কমেছে ৭৪৬ কোটি ১২ লাখ টাকা।
আজ সূচক ডিএসইএক্স পাঁচ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৬৪ দশমিক ৬৩ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৫৫৮ দশমিক ৯৪ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২১৫ দশমিক ১৪ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক চার দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৫৯ দশমিক ৮৯ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬৪টি ও কমেছে ১৯৭টি। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৩টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে সী পার্ল বিচের শেয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।