প্রধান সূচক বাড়লেও লেনদেন কমেছে

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে আজ মঙ্গলবারের (১৮ মার্চ) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে চার দশমিক ৮৫ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস সোমবারের তুলনায় আজ বাজারে মূলধন বেড়েছে। তবে, এদিন লেনদেনের পরিমাণ কমেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে প্রধান সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ৪৭ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৪ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে চার দশমিক ৮৫ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ২১০ দশমিক ২৯ পয়েন্টে। তবে আজ ডিএস৩০ সূচক ছয় দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮২ দশমিক শূন্য ৯ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৯ দশমিক ৫৬ পয়েন্টে।
গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৫০৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৪৫১ কোটি ১৮ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৩ হাজার ৮৪১ কোটি ৬৫ লাখ টাকা। আগের কর্মদিবসে মূলধন ছিল ছয় লাখ ৭২ হাজার ৯৬১ কোটি ৪৪ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৮৬টির, কমেছে ১৫৬টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৬টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ার। কোম্পানিটির ১৮ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মার ১৪ কোটি ৭৯ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ১৩ কোটি ৩২ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের ১২ কোটি ১১ লাখ টাকা, হাক্কানী পাল্পের ১১ কোটি ৩৯ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৮০ লাখ টাকা, ইউসিবির ৯ কোটি ২৭ লাখ টাকা, কাট্টারি টেক্সটাইলের আট কোটি ছয় লাখ টাকা, ইভেন্স ইন্স্যুরেন্সের সাত কোটি ৮৭ লাখ টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজের সাত কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ।