প্রধান সূচক কমলেও লেনদেন বেড়েছে

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পতনে আজ বৃহস্পতিবারের (২০ মার্চ) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে পাঁচ দশমিক ৬৬ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। আগের কর্মদিবস বুধবারের তুলনায় আজ বাজারে মূলধন কমেছে। তবে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে প্রধান সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম ২৩ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৬ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। পরে পতনে ফিরে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে পাঁচ দশমিক ৬৬ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ২০১ দশমিক ৬৯ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৮ দশমিক শূন্য দুই পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ছয় দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৮১ দশমিক ৮৭ পয়েন্টে।
গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৪৮২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৪৯৭ কোটি ১৩ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭১ হাজার ৫১৭ কোটি ৮১ লাখ টাকা। আগের কর্মদিবসে মূলধন ছিল ছয় লাখ ৭৩ হাজার ৪৫২ কোটি ৮১ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৯৯টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬০টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকের শেয়ার। কোম্পানিটির ২০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডসের ১৫ কোটি ৬৬ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১২ কোটি ৭৩ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১২ কোটি ২৮ লাখ টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ১২ কোটি ১৮ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৩৯ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৯ কোটি ৩৩ লাখ টাকা, এস আলম কোল্ড রোল্ড স্টিলসের আট কোটি ৩১ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের সাত কোটি ৬৭ লাখ টাকা এবং গোল্ডেন হারভেস্টের সাত কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ছয় দশমিক ৯২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।