অধিকাংশ কোম্পানির দর বেড়েছে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/05/dsc.jpg)
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২ পয়েন্ট। লেনদেন বেড়ে আজ ৪৭১ কোটি টাকার ঘরে চলে এসেছে। আগের কর্মদিবস মঙ্গলবারে বাজার তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধনের পরিমাণ বেড়েছে দুই হাজার ৫৮৭ কোটি টাকা। এদিন লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে।
জানা গেছে, গত সোমবার লেনদেন হয়েছিল ৪৭১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। আজ মঙ্গলবার লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৪১ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭১ হাজার ২৫৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৬৮ হাজার ৬৭২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হওয়া ৪০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২০৭টির ও কমেছে ১২৯টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৬৫টির।
এদিন ডিএসইএক্স ২২ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ১৭০ দশমিক শূন্য ছয় পয়েন্টে। আগের কর্মদিবস মঙ্গলবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৪৭ দশমিক ৩৩ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক তিন দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৪ দশমিক ২৩ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক সাত দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৭ দশমিক ২৩ পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ১২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ১২ কোটি ৩৩ লাখ টাকা, অগ্নি সিমেস্টের ১২ কোটি টাকা, বিচ হ্যাচারির ১০ কোটি ৬৭ লাখ টাকা, গ্রামীণফোনের ১০ কোটি ৬০ লাখ টাকা, কোহিনূর কেমিক্যালের ৯ কোটি ৪১ লাখ টাকা, সেন্টাল ফার্মার আট কোটি ৮৫ লাখ টাকা, ম্যারিকো বাংলাদেশের আট কোটি টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের সাত কোটি ৮৮ লাখ টাকা এবং খুলনা প্রিন্টিংয়ের সাত কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে সিকদার ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে পাঁচ দশমিক ৯৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।