লেনদেন পাঁচশ কোটি টাকা ছাড়াল

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের উত্থানে আজ বুধবারের (৯ এপ্রিল) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০ দশমিক ২১ পয়েন্ট। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ বাজারে মূলধন বেড়েছে এক হাজার ৬৬১ কোটি টাকা। এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন পাঁচশ কোটি টাকার ঘর ছাড়িয়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে প্রধান সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ২১ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ৩৫ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ১০ দশমিক ২১ পয়েন্ট। দিনশেষে সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ১৯৬ দশমিক শূন্য চার পয়েন্টে। আজ ডিএসইএস সূচক দুই দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৬৯ দশমিক ৬৯ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক দুই দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯২১ দশমিক ৯৯ পয়েন্টে।
গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৫২৭ কোটি ৭১ লাখ টাকার। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি লেনদেন হয়েছিল ৬০৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৩ হাজার ৪৪০ কোটি ৭৬ লাখ টাকা। আগের কর্মদিবসে মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৭১ হাজার ৭৭৯ কোটি ১৭ লাখ টাকা। এক কর্মদিবস ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে এক হাজার ৬৬১ কোটি ৫৯ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৯৩টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সান লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ২০ কোটি ৪৬ লাখ টাকা, বেক্সিমকো ফার্মার ১৬ কোটি ৮১ লাখ টাকা, বিচ হ্যাচারির ১৪ কোটি ৬৫ লাখ টাকা, এসিআইয়ের ১৩ কোটি ৭১ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের ১১ কোটি ৭০ লাখ টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১১ কোটি ৬১ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের ৯ কোটি ১০ লাখ টাকা, নাভানা ফার্মার সাত কোটি ৬১ লাখ টাকা এবং ইফাদ অটোসের সাত কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারির শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯১ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে কনফিডেন্স সিমেন্টের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।