ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ১১২ কোটি টাকা, উত্থানে সূচক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/06/ddhaakaaeks.jpg)
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শুরুর প্রথম এক ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ১১২ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইর লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরু প্রথম ৩৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ২১ পয়েন্ট। পরে শেয়ারে ক্রয়ের চাপ কমতে থাকে। এতে লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় ডিএসইএক্স উত্থান হয়েছে ১৩ দশমিক ২২ পয়েন্ট। এ সময় সূচকটি দাঁড়ায় পাঁচ হাজার ১৮৩ দশমিক ২৯ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৪ দশমিক ৮৭ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক পাঁচ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫২ দশমিক ৪০ পয়েন্টে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/06/475442694_3975031319438386_5314737046557244071_n.jpg)
কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ২২২টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ারদর। আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের চার কোটি ৫৫ লাখ টাকা, কুইন সাউথের চার কোটি ১৩ লাখ টাকা, মুন্নু ফেব্রিক্সের তিন কোটি ৩৪ লাখ টাকা, কাট্রারি টেক্সটাইলের তিন কোটি ১১ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকোর দুই কোটি ৫৯ লাখ টাকা, ড্রাগন সোয়েটারের দুই কোটি ৫৩ লাখ টাকা, খান ব্রাদার্সের দুই কোটি ৩৯ লাখ টাকা, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের দুই কোটি ৩৯ লাখ টাকা, এসএস স্টিলের দুই কোটি ২৮ লাখ টাকা ও খুলনা প্রিন্টিংয়ের দুই কোটি ১৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।