সূচক পতনে চলছে ডিএসইর লেনদেন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/dse.jpg)
প্রধান সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ৯৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। এই সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইর লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরু প্রথম ৩৩ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ১৩ পয়েন্ট। পরে শেয়ারে কেনার চাপ কমে তা পতনে চলে আসে। এতে লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় ডিএসইএক্স পতন হয়েছে তিন দশমিক ৫২ পয়েন্ট। এ সময় সূচকটি দাঁড়ায় পাঁচ হাজার ১৬২ দশমিক ৩৫ পয়েন্টে। আলোচিত সময় ডিএস ৩০ সূচক দুই দশমিক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০৯ দশমিক ২৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৪ দশমিক ৬৭ পয়েন্টে।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টি কোম্পানির। আলোচিত সময়ে চার কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে শীর্ষে উঠে আসে বিডি থাই। এছাড়া আল-হাজ্ব টেক্সটাইলের চার কোটি ৫৬ লাখ টাকা, বিচ হ্যাচারির তিন কোটি ৬৯ লাখ টাকা, খান ব্রাদার্সের তিন কোটি তিন লাখ ৩২ টাকা, খুলনা প্রিন্টিংয়ের তিন কোটি ১৭ লাখ টাকা, সেন্ট্রাল ফার্মার দুই কোটি ৭৩ লাখ টাকা, সোনালী আঁশের দুই কোটি ৬২ লাখ টাকা, সোনালী পেপারের দুই কোটি ১৬ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের দুই কোটি ১৩ লাখ টাকা এবং নিউ লাইন ক্লোথিংসের দুই কোটি ৯ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়।