ডিএসইতে মূলধন বেড়েছে ৫৮৬২ কোটি টাকা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/dse-.jpg)
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি)। এক কর্মদিবসের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে আট পয়েন্ট। লেনদেন বেড়ে আজ ৪২০ কোটি টাকার ঘরে চলে এসেছে। তবে, আগের কর্মদিবস রোববারে বাজার তুলনায় এদিন পুঁজিবাজারে মূলধনের পরিমাণ বেড়েছে পাঁচ হাজার ৮৬২ কোটি টাকা।
জানা গেছে, গত রোববার লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৪২০ কোটি ৬৫ লাখ টাকা। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮২ হাজার ৫৫৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রোববার মূলধন ছিল ছয় লাখ ৭৬ হাজার ৬৯৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। এক দিনের ব্যবধানে বাজারে মূলধন বেড়েছে পাঁচ হাজার ৮৬২ কোটি ৭১ লাখ টাকা।
আজ লেনদেন হওয়া ৪০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৬৬টির ও কমেছে ১৬৫টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৭০টির। এদিন ডিএসইএক্স আট দশমিক ৪০ পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ হাজার ১৭৪ দশমিক ২৮ পয়েন্টে। আগের কর্মদিবস রোববার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ১৬৫ দশমিক ৮৮ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪৯ দশমিক ২০ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১২ দশমিক ২২ পয়েন্টে।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারির ৯ কোটি ৮৬ লাখ টাকা, বিডি থাইয়ের আট কোটি ১৯ লাখ টাকা, খান ব্রাদার্সের আট কোটি ১৭ লাখ টাকা, ইস্টার্ন হাউজিংয়ের আট কোটি ১৪ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের সাত কোটি ৬০ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ছয় কোটি ৯২ লাখ টাকা, এমিয়াটিক ল্যাবের ছয় কোটি ৭৯ লাখ টাকা, আরডি ফুডের ছয় কোটি ৫০ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের পাঁচ কোটি ৮৯ লাখ টাকা এবং এনার্জিপ্যাক পাওয়ারের পাঁচ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে আইসিবি সোনালী ফার্স্টের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সোনালী পেপারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ।