এক ঘণ্টায় ডিএসইর লেনদেন ১৭৫ কোটি টাকা
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শুরুর প্রথম ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত লেনদেন হয়েছে ১৭৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের শুরুর ঘণ্টার তুলনায় প্রায় দ্বিগুণ। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৭০ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইর লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরু প্রথম ছয় মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ২৫ পয়েন্ট। পরে আরও বেড়ে লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় ডিএসইএক্স উত্থান হয়েছে ৩০ দশমিক ৯৩ পয়েন্ট। এ সময় সূচকটি দাঁড়ায় পাঁচ হাজার ২০৫ দশমিক ২১ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ছয় দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯১৮ দশমিক ৯৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ছয় দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৫ দশমিক ৮৭ পয়েন্টে।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬৬টির বা ৭০ দশমিক ৩৭ শতাংশ, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির। আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার। যার লেনদেন ছিল ছয় কোটি ৫৬ লাখ টাকা। এ ছাড়া আল-হাজ্ব টেক্সটাইলের পাঁচ কোটি ৬৪ লাখ টাকা, বেস্ট হোল্ডিংয়ের চার কোটি ৮৪ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের তিন কোটি ৯৫ লাখ টাকা, নিউ লাইন ক্লোথিংসের তিন কোটি ৫৯ লাখ টাকা, পাওয়ার গ্রিডের তিন কোটি ৪৮ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের তিন কোটি ৩৯ লাখ টাকা, কাট্রারি টেক্সটাইলের তিন কোটি ৩৩ লাখ টাকা, বিচ হ্যাচারির তিন কোটি ২৮ লাখ টাকা এবং মীর আকতারের দুই কোটি ৯১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।