ডিএসই : ৬৮ শতাংশ কোম্পানির দরপতন

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে আজ রোববারের (১৩ এপ্রিল) লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৫ দশমিক ৫৫ পয়েন্ট। এদিন কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন ৪১৪ কোটি টাকার ঘরে রয়েছে। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধন কমেছে। লেনদেনে অংশ নেওয়া ৬৮ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইতে আজ লেনদেন শুরুতে প্রধান সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরুর প্রথম চার মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৩ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার কেনার চাপ কমে আসে। শেয়ার বিক্রির চাপ বাড়ায় এক পর্যায়ে সূচক কমে আসে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে ৩৫ দশমিক ৫৫ পয়েন্ট। দিনশেষে সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ১৬৯ দশমিক ৬৮ পয়েন্টে। আজ ডিএসইএস সূচক ছয় দশমিক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬৬ দশমিক ২১ পয়েন্টে। এদিন ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯১১ দশমিক ৯৭ পয়েন্টে।
আগের কর্মদিবস বৃহস্পতিবার (১০ এপ্রিল) লেনদেন হয়েছিল ৫৪০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৩১ লাখ টাকার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৬৯ হাজার ৩২৬ কোটি ৩৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৭১ হাজার ৬৪৩ কোটি ৮১ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২৭০টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার ১০ কোটি ছয় লাখ টাকা, উত্তরা ব্যাংকের ১০ কোটি চার লাখ টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টের ৯ কোটি ৩৪ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের ৯ কোটি ২৩ লাখ টাকা, বিচ হ্যাচারির ৯ কোটি ১৭ লাখ টাকা এবং মালেক স্পিনিংয়ের আট কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর কমার শীর্ষে উঠে এসেছে আল-হাজ্ব টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৯৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন কেবলসের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।