শত মিনিটে লেনদেন ১৫০ কোটি টাকার বেশি, উত্থানে প্রধান সূচক

প্রধান সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বুধবার (১৬ এপ্রিল) শুরুর এক ঘণ্টা ৪০ মিনিট, অর্থাৎ বেলা ১১টা ৪০ মিনিটে লেনদেন হয়েছে ১৫৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইর লেনদেন শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। লেনদেন শুরু প্রথম ১০ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ১৯ পয়েন্ট। পরে শেয়ার কেনার চাপ কমে আসে। পশাপাশি বিক্রির চাপে সূচকের পতন আসে। এদিন লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ১০ মিনিটে ডিএসইএক্স পতন হয় ১২ পয়েন্ট। পরে প্রধান সূচকটির ফের উত্থানে ফিরে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ৪০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছে এক দশমিক ৪২ পয়েন্ট। এ সময় সূচকটি দাঁড়ায় পাঁচ হাজার ১৩৩ দশমিক ৪৪ পয়েন্টে। তবে আলোচিত সময় (লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা ৪০ মিনিট) ডিএস৩০ সূচক এক দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৯১ দশমিক ৫৯ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৪ দশমিক ৪৮ পয়েন্টে।

কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ১৯২টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টি কোম্পানির শেয়ারদর। আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে শাহজি বাজার পাওয়ারের শেয়ার। কোম্পানিটির সাত কোটি ৩০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ছয় কোটি ২৮ লাখ টাকা, দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ছয় কোটি ২৬ লাখ টাকা, ইস্টার্ন লুব্রিকেন্টসের পাঁচ কোটি ৯৬ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকের তিন কোটি ৪৪ লাখ টাকা, বিচ হ্যাচারির তিন কোটি ৪২ লাখ টাকা, খান ব্রাদার্সের তিন কোটি ৪১ লাখ টাকা, স্কয়ার ফার্মার তিন কোটি সাত লাখ টাকা, উত্তরা ব্যাংকের দুই কোটি ৮৬ লাখ টাকা এবং বিকন ফার্মার দুই কোটি ৭২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।